ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) মারা গেছেন।
সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহসানুর রহমানের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে আহসান ব্রেন স্ট্রোক হয় আহসানুরের। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের বাম পাশ অবশ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, আহসানুর রহমানের মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগ মঙ্গলবার (৮ জুলাই) এক দিনের শোক দিবস পালন করবে। এ উপলক্ষে বিভাগের সব ক্লাস বন্ধ থাকবে।
এছাড়া শেখ মুজিবুর রহমান হলে মঙ্গলবার এশার নামাজের পর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আর বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত আয়োজন করা হবে।