শেরপুরে সীমান্তে বন্য হাতির মরদেহ উদ্ধার

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: টাইমস

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের উত্তর কাটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

জানা গেছে, ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে ও লোকালয়ে কম প্রবেশ করে। শুক্রবার রাতে প্রায় ৮-১০টি বন্যহাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হাতিটি মৃত্যুর পর পালের অন্যান্য হাতিরা চিৎকার শুরু করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ‘ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ হয়ে হাতিটি প্রাণ হারিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।’

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। এতে হাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ এড়িয়ে চলে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *