এনবিআরের ৫ কর্মকর্তার দুর্নীতির তদন্ত শুরু

টাইমস রিপোর্ট
1 Min Read

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু অসাধু কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে কর আদায়ে ঘুষ গ্রহণ, কর ফাঁকির সুযোগ দেওয়া এবং হয়রানির অভিযোগ রয়েছে। এমন ৫ কর্মকর্তার দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের প্রধান কার্যালয় এ তথ্য জানায়।

দুদক জানায়, এনবিআর সদস্য লুৎফুল আজীম, অতিরিক্ত কমিশনার আবদুর রশীদ মিয়া, কর গোয়েন্দা সেলের (সিআইসি) সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম ও এনবিআরের যুগ্ম কমিশনার তারেক হাসানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এসব কর্মকর্তারা দায়িত্ব পালনকালে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর ও শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও শুল্ক, ভ্যাট ও আয়কর আদায়ের ক্ষেত্রে এনবিআরের কয়েকজন সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *