সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম পরা কয়েকজন কিশোরকে হাতাহাতি ও লাথি-ঘুষিতে জড়িয়ে পড়তে দেখা যায়। প্রোপাগান্ডাকারীরা ভিডিওটি ‘জুলাই গ্যাং কালচার’-এর প্রমাণ হিসেবে দাবি করে প্রচার করছে।
এমন প্রচারকে প্রো-আওয়ামী লীগের প্রোপাগান্ডার অংশ বলছে প্রধান ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিডিওটি যাচাই করে দেখা গেছে, এই ভিডিও বাংলাদেশের নয়। ভারতের কেরালায় দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ২০২৩ সালের এবং কেরালার একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।’
২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ‘ডিবিসি হিন্দি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখানে লেখা ছিল, ‘কেরলে ছাত্রদের মধ্যে তুমুল মারামারি, ভিডিও ভাইরাল!’ ভিডিওর ভিজ্যুয়াল বর্তমান বিভ্রান্তিকর প্রচারের ভিডিওর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে বলে দাবি করা হয় সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে।
এছাড়া ভারতের ইংরেজি সংবাদমাধ্যম টাইমস নাও তাদের এক প্রতিবেদনে ভিডিওটি প্রকাশ করে শিরোনাম দেয়: ‘Video of shocking student street fight from Kerala goes viral | WATCH’।
টাইমস নাও জানায়, প্রায় ২০ জন শিক্ষার্থী এই মারামারিতে জড়িয়েছিল এবং অন্তত দুজন গুরুতর আহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভিডিওর প্রকৃত উৎস স্পষ্ট হলেও, বাংলাদেশে ‘জুলাই গ্যাং কালচার’ বলে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এটি মিথ্যা ব্যাখ্যা দিয়ে প্রচার করা হচ্ছে। মূলত ভারতের কেরালার পুরনো এক ছাত্র সংঘর্ষের ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ হিসেবে তুলে ধরা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।’