চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি শুরু

টাইমস ন্যাশনাল
1 Min Read
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কাস্টম হাউসে রোববার সন্ধ্যার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল হতে শুরু করেছে।

সোমবার থেকে পুরোদমে কার্যক্রম চলবে। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার থেকে রোববার সন্ধ্যার আগপর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল।

সরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়ে সরকার বলেছে, কাজে যোগ না দিলে দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হবে। এ অবস্থায় সন্ধ্যার পর কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচির কারণে শনিবার থেকে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

অচল হয়ে যায় চট্টগ্রাম বন্দর। এই বন্দরে একদিনে রপ্তানি হয়নি সাড়ে তিন হাজার কনটেইনার। কর্মসূচি প্রত্যাহার হওয়ায় এখন ধীরে ধীরে বন্দরের কার্যক্রমও সচল হবে।

আমদানি ও রপ্তানিকারকের প্রতিনিধি হিসেবে কাস্টমস স্টেশনে কাজ করে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানগুলো।

প্রথম ধাপে কাজ শুরু হয় কনটেইনার ডিপোগুলোয়। জানতে চাইলে বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটায় ডিপোতে কাস্টমস কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *