দুই সুপারস্টার এক ফ্রেমে

টাইমস রিপোর্ট
2 Min Read
শাকিব খান ও আফরান নিশো। ছবি কোলাজ: টাইমস অব বাংলাদেশ

ঢালিউডের বক্স অফিসে কাদের সিনেমা চলে–এমন প্রশ্নের উত্তরে সবার আগে নাম আসবে শাকিব খানের। এরপর আফরান নিশোর। দুজনের গেল দুবছর ধরে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার সবগুলোই বক্স অফিসে ভালো করেছে। কয়েকটি তো ইন্ডাস্ট্রি হিট। তাদের দুজনকে প্রথমবারের মত এক করেছিল রায়হান রাফির ‘তাণ্ডব’। তবে এতে নিশোর চরিত্রটি ছিল ক্যামিও। আর শাকিবের সঙ্গে তার মুখোমুখি কোনো দৃশ্য ছিল না।

দুজনের ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা দুজনের একই পর্দায় অভিনয়ের লড়াই দেখার। তাদের সে প্রত্যাশা পূরণ করতে যাচ্ছেন রায়হান রাফি। যেটির সম্ভাব্য নাম ‘শেয়ান’। মূলত শেয়ানে শেয়ানে লড়াই অর্থাৎ দুই শক্তিশালীর লড়াই বুঝাতে এ নামটি ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে শাকিব খান ও আফরান নিশো দুজনের চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। গল্পে তাদেরকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে। এ লড়াই দুই রাজনৈতিক নেতার কিংবা মাফিয়া বসের মধ্যকার হতে পারে। তবে বিষয়টি কী তা গল্প লেখা শেষ হলে চূড়ান্ত হবে বলে জানা গেছে। ‘তাণ্ডব’-এর চিত্রনাট্যকার আদনান আদিব খান এটিও চিত্রনাট্য লিখছেন।

রাফির সবশেষ দুটি সিনেমায় কলকাতার নায়িকা ছিল। তবে এবার দেশিয় নায়িকা নেওয়ার চিন্তা তাদের।

আরও জানা গেছে, সিনেমাটির প্রযোজক হিসেবে আলফা আই থাকছে। সঙ্গে থাকতে পারে কলকাতার এসভিএফ ও বাংলাদেশের চরকি। আরও থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার সুরিন্দ ফিল্মসের।

বর্তমানে রায়হান রাফি ও শাকিব খান দুজনেই অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে রয়েছে। রাফিকে টাইমস অব বাংলাদেশ এ বিষয়ে জিজ্ঞেস করলে উত্তরে হাসেন। তিনি বলেন, ‘আমরা বড় কিছু করার চেষ্টা করি প্রতিটা সিনেমাতে। সামনের সিনেমাতেও এরকম ধামাকা থাকবে। কিন্তু কে থাকবে কিংবা কী চমক তা আমরা সময় মত জানাব।’

রায়হান রাফির পরিচালনায় শাকিব খান অভিনীত ‘তুফান’, ‘বরবাদ’ দুটি সিনেমাই ব্লকবাস্টার হয়েছে। অন্যদিকে রাফির সঙ্গে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’-ও রেকর্ড ব্যবসা করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *