রাজধানী যাত্রাবাড়ী থানার ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) মো. শাহ নেওয়াজ জানান, জানা গেছে শুক্রবার রাতে দশটার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলে যোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজের সামনে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ইসরাত ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, ইসরাত জাহান করবী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দলুইপুর সরদারপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে।
তিনি (করবী) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও গাড়িচালক মোহাম্মদ মাসুদ মিয়াকে যাত্রাবাড়ী পুলিশ হেফাজতে রাখা হয়েছে।