সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
‘ভোট ছাড়াই নির্বাচন’ আয়োজন এবং রাষ্ট্রদ্রোহের মামলায় শুক্রবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার ওই রিমান্ডের আদেশ দেন।
গত রোববার গ্রেপ্তারের পর সোমবার নূরুল হুদাকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। সেই রিমান্ড শেষ হলে শুক্রবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার নতুন করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে, নূরুল হুদার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সজিব রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান।
শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে নূরুল হুদাকে আরও চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম।
বিএনপির এক নেতার দায়ের করা মামলার অভিযোগ, নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ নির্বাচন আয়োজনের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের মতো অপরাধে জড়িত ছিলেন।
গত রোববার সন্ধ্যায় ‘একদল উশৃঙ্খল জনতা’ রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা ও মারধরের পর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে আটক করে।
হেনস্তা ও মারধরের আলোচিত ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এরইমধ্যে অন্তত একজনকে আটকের কথা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনী।