জুলাই অভুত্থানে তিন হাজার পুলিশ সদস্য নিহত হওয়ার ফেসবুক ভাইরাল ভিডিওটি ‘ভুয়া, রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা বলছে, সে সময় সহিংসতায় মাত্র ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন।
প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্তে দেখা গেছে, ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ‘ভুয়া ভিডিও। এতে বলা হয়, ভিডিওতে পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে ‘ন্যায়বিচার’ দাবি করতে দেখা যায়। এটি ইতোমধ্যে ১০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ৩৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে।
এতে জানানো হয়, ‘অথেন্টিক নিউজ বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ ২১ জুন ভিডিওটি প্রকাশ করে, যেখানে মন্তব্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এটি এআই-নির্ভরভাবে বানানো।
বিশ্লেষকদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিওটিতে স্পষ্ট এআই অস্বাভাবিকতা রয়েছে—একই দম্পতিকে দু’বার রাস্তা পার হতে দেখা যায়, গাড়ির গতি ও চলাচলে অমিল, স্ক্রিনে অসংলগ্ন লেখা ও বিকৃত শব্দ। নিচে ‘ভিইও’ লেখা একটি ওয়াটারমার্কও দেখা যায়, যা গুগলের তৈরি একটি এআই ভিডিও টুল।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সরকারি তথ্যমতে, ২০২৪ সালের ২৫ অক্টোবর অন্তর্বর্তী সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই-আগস্টের সহিংসতায় মোট ৪৪ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। কাজেই তিন হাজার পুলিশ নিহত হওয়ার যে দাবি প্রচার করা হচ্ছে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
বিশ্লেষণভিত্তিক প্রতিবেদনে ক্যানটিলাক্স নামের একটি এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম জানায়, ভিডিওটির দাবিকে সমর্থন করেনি।