মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দেওয়া হয়েছে।
এতে এই অঞ্চলের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট চলাচলে আর বাধা রইল না।
বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়, মঙ্গলবার রাত ৩ টার পর থেকে বিমান চলাচল শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এমন তথ্য দেওয়া হয়েছে।
এর আগে, সোমবার বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন।
এরপর বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার কথা জানায় ওই দেশগুলো।
বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানার পাশাপাশি ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে।
ইসরায়েল-ইরান যুদ্ধের ১২তম দিনে যুদ্ধ বিরতির ওই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে সমাজ মাধ্যম ট্রুথ স্যোশালে লেখা ট্রাম্পের অন্ততঃ চারটি পোস্ট শেয়ার করে এ খবর জানানো হয়।
এর প্রথমটিতে ট্রাম্প একবাক্যে লেখেন, ‘অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়!’ বাকি পোস্টগুলো এ সংক্রান্ত ট্রাম্পের বিবৃতি।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার পরদিনই ওই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।