রায়হান রাফি পরিচালিত ঈদের সিনেমা ‘তাণ্ডব’ এখনো চলছে প্রেক্ষাগৃহে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল শো দিচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি।
মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় পাইরেসির শিকার হয় ‘তাণ্ডব’। গেল ঈদে তার অভিনীত ‘বরবাদ’ সিনেমাটিও পাইরেসির শিকার হয়েছিল। এ বিষয়ে আগে প্রতিক্রিয়া না জানালেও এবার মুখ খুলেছেন শাকিব খান।
রাজধানীর সনি সিনেপ্লেক্সে রোববার ‘তাণ্ডব’–এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেন শাকিব খান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলা সিনেমা আজ আন্তর্জাতিকভাবে সম্মান পাচ্ছে। সেই অগ্রযাত্রা থামিয়ে দিতে একটি মহল পাইরেসির মাধ্যমে ষড়যন্ত্র করছে। এটা শুধু সিনেমার নয়, দেশের বিরুদ্ধেই এক ধরনের আঘাত।’
‘যে জাতি সাংস্কৃতিকভাবে যত সমৃদ্ধ, সে জাতিই বেশি উন্নত। এখনই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাইরেসির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’
পাইরেসির পরও দর্শকদের হলমুখী হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘এটা দর্শকদের সংগ্রাম। সিনেমা রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।’
‘তাণ্ডব’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও রয়েছেন জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, সিয়াম আহমেদ ও আফরান নিশো। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। সহ-প্রযোজক হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।