যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে চৌগাছা-মহেশপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়া ইসলাম (২৪) চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আফিয়ার বাবা মহিদুল ইসলামও। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আফিয়া তার বাবা মহিদুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে চৌগাছার একটি ব্যাংকে যাচ্ছিলেন। চৌগাছা-মহেশপুর সড়কে মহেশপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা যখন যানজটে আটকে ছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে। ‘আসমা-শান্তি’ নামের একটি লোকাল বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আফিয়া রাস্তায় পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হন। তার বাবা মহিদুল ইসলামও গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরপরই চালক বাসটি চৌগাছা মোটরযান শ্রমিক ইউনিয়নের সামনে রেখে পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।’