বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহের উদ্বোধন

টাইমস রিপোর্ট
1 Min Read
বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন। ছবি: আইএসপিআর-এর পাঠনো ভিডিও থেকে নওয়া

বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনীর সদরদপ্তর (ইউনিট) প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে প্রভোস্ট সপ্তাহের উদ্বোধন করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রভোস্ট পেশার বিমানসেনাদেরকে কর্তব্যপালনকালীন ব্যক্তিগত শৃঙ্খলার আদর্শ স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে ধৈর্য, বিচক্ষণতা ও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের জন্য দিক-নির্দেশনা দেন।

প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশে ২৬ জুন পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ-২০২৫ একযোগে পালিত হচ্ছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *