চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ দেশের প্রথম সারির বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কর ফাঁকির অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানা গেছে, কর অঞ্চল-১২ থেকে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে মোট ২৫ জন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে সংশ্লিষ্টদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন।
প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—চিত্রনায়ক আহমেদ শরীফ, অভিনেত্রী শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন টিশা প্রমুখ।
এনবিআর জানায়, এসব তারকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। সময়মতো কর পরিশোধ না করায় আইন অনুযায়ী তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে বকেয়া কর পরিশোধ করে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন বলেও জানা গেছে।
অন্যরা কিছু সময় চেয়ে নিয়েছেন এবং তারা নোটিশের জবাব দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।
এদিকে, চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলছেন, শিল্পীদের আয় প্রায়ই অনিয়মিত ও প্রকল্পভিত্তিক হওয়ায় সঠিক হিসাব রাখা কঠিন হয়। তবে এনবিআর বলছে, নিয়ম না মানলে বা তথ্য গোপন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে।