অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢামেক

টাইমস রিপোর্ট
2 Min Read
মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরাবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির মুখে অচলাবস্থা তৈরি হলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দুপুরের মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

তবে, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন।শনিবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ চলছে। এরই মধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দৃশ্যমান ফলাফল পাওয়ার সময়সীমা নিয়ে  শিক্ষার্থীদের যে অনড় অবস্থান রয়েছে সেটিও অনুধাবন করে একাডেমিক কাউন্সিল বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাধিকবার নোটিশ ও বিকল্প আবাসন নিশ্চিত করা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অসহযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবনের চতুর্থ তলা খালি করা সম্ভব হচ্ছে না, যা গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেছে। ভবনটি তাদের জীবনের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ।

নতুন ব্যাচ কে-৮২ গুরুত্বপূর্ণ অরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি কালো অধ্যায়। ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সাধারণ ছাত্র-ছাত্রীরা দেশের অন্যান্য মেডিকেল কলেজের বিবেচনায় একাডেমিক পিয়ার প্রেসারে ভুগছে। সর্বোপরি বাংলাদেশ মেডিকেল ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্রিডেশন কাউন্সিল ভিজিট অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *