অগ্রিম বুকিংয়ে খুব একটা ভালো করতে পারেনি ‘সিতারে জামিন পার’। মাত্র ৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল ‘বুক মাই শোয়ের’ সাইটে। বলিউড বাণিজ্য বিশেষজ্ঞরা বলেছিলেন, সিনেমাটি ওপেনিংয়ে ৬-৮ কোটি রুপি আয় করবে। তবে শুক্রবার মুক্তির পর প্রত্যাশার চেয়েও ভালো করেছে সিনেমাটি।
বলিউড হাঙ্গামা বলছে, সিনেমাটি প্রথম দিনে ১১ কোটি রুপির মত আয় করেছে। যেসব দর্শক সিনেমাটি দেখেছেন তাদের প্রত্যেকেই প্রশংসা করেছেন। ‘সিতারে জামিন পার’ মাল্টিপ্লেক্সগুলোতে ভালো করছে। বক্স অফিস আয়ের ৬৫ শতাংশই আসছে এখান থেকে। এর ‘ওয়ার্ড অব মাউথ’ ভাল হওয়ায় আশা করছে সপ্তাহ শেষে সিনেমাটির বক্স অফিসে আয়ের অঙ্ক বাড়বে।

বলিউডের আধুনিক বাণিজ্যিক ধারার সিনেমা ট্রেন্ড অনুযায়ী, ‘সিতারে জামিন পার’ একটি ঝুঁকিপূর্ণ প্রজেক্ট। গতানুগতিক সিনেমার মত বাণিজ্যিক উপাদানের ঘাটতি রয়েছে। এটির মূল বাণিজ্যিক উপাদান বলতে একমাত্র আমির খান। শুরুটা বেশ সন্তোষজনক, যা ভাল ব্যবসার ইঙ্গিত বহন করে। অনেক জায়গায় হল মালিকরা রাতের শো চালাচ্ছেন দর্শক চাহিদার কারণে।
এ সিনেমাটি আমির খানের ‘তারে জামিন পার’-এর একটি স্পিরিচুয়াল রিমেক। এতে আমিরের বিপরীতে আছেন জেনেলিয়া দেশমুখ।