শাহরুখ খানের ২৭ হাজার বর্গফুটের বিশাল এক বাড়ি ‘মান্নাত’। মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এ বাড়িটিতে মাস দুয়েক ধরে নেই শাহরুখ। বাড়িটির সংস্কার কাজ চলায় তা ছাড়তে হয়েছে। তাই ভক্তরা সবসময় জানতে চাচ্ছেন, কখন বাড়িটির সংস্কার কাজ শেষ হবে? কখন তারা ‘কিং খান’কে আবার এক নজর দেখতে পাবেন।
২৫ বছরের বেশি সময় ধরে শাহরুখ সপরিবারে থেকেছেন বাড়িটিতে। তাকে এক নজর দেখার জন্য ভক্তরা প্রতিদিনই ভিড় জমাতেন বাড়িটির সামনে। অনেক সময় তো পুলিশ আনা লাগতো। তবুও তারা সেখান থেকে নড়তেন না। অপেক্ষায় থাকতেন, প্রিয় নায়ক কখন বারান্দায় আসবেন এবং তার সিগনেচার স্টাইলে হাত মেলে দাঁড়াবেন।
নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাতকারে শাহরুখের স্ত্রী গৌরি খান বলেন, ‘কাজটা বেশ ভালোভাবেই এগোচ্ছে। আমার মনে হয় পুরো কাজ শেষ হতে আরও এক বছর লাগবে। অর্থাৎ শাহরুখ ভক্তদের অপেক্ষার পালা আরও দীর্ঘ হচ্ছে।’
গৌরি আগের ঠিকানায় ফিরতে এক বছর সময় লাগার কথা বললেও শাহরুখ তার নতুন বাসা ভাড়া নিয়েছেন তিন বছরের জন্য। তাতে মনে করার যথেষ্ট কারণ আছে, আগের বাড়িটিতে সহসা তারা ফিরছেন না।
বর্তমানে মুম্বাইয়ের পালি হিল এলাকার দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছে খান পরিবার। দুটি অ্যাপার্টমেন্ট শাহরুখ তিন বছরের জন্য ৯ কোটি টাকায় ভাড়া নিয়েছেন। ডুপ্লেক্স এই অভিজাত অ্যাপার্টমেন্টে শাহরুখ, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা আর দুই ছেলে আরিয়ান এবং আব্রাম আছেন। কিং খান দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভগনানি পরিবারের কাছ থেকে।
প্রথম ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি তিনি ভাড়া নিয়েছেন প্রযোজক এবং অভিনেতা জ্যাকি ভগনানির থেকে। আর দ্বিতীয়টি চিত্রনির্মাতা বাসু ভগনানির কাছ থেকে। এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট দুটি বান্দ্রার খার এলাকার পালি হিলের পূজা ক্যাসা বিল্ডিংয়ে অবস্থিত।
জানা গেছে, পূজা ক্যাসা আবাসনটি ১৫ তলা বিশিষ্ট এবং এর একটি সার্ভিস ফ্লোর আছে। কিং খান এই আবাসনের প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম তলা ভাড়া নিয়েছেন। তবে এই দুই অ্যাপার্টমেন্টে খান পরিবারের সদস্য ছাড়াও তাদের পরিচারিকারা এবং নিরাপত্তারক্ষীরা থাকবেন।