মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দিয়েছেন বহুল পরিচিত ‘দুই সপ্তাহের সময়সীমা’। বৃহস্পতিবার তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে কি না—সে সিদ্ধান্ত তিনি নেবেন ‘আগামী দুই সপ্তাহের মধ্যে।’
বিবিসির খবরে বলা হয়, এই সময়সীমা তার রাজনৈতিক কৌশলে নতুন কিছু নয়। অতীতে বহুবারই তিনি বিভিন্ন ইস্যুতে এমন ‘দুই সপ্তাহের’ ঘোষণা দিয়েছেন, যার অনেকগুলোই পরে আর বাস্তবায়ন হয়নি।
তিন সপ্তাহ আগেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সদিচ্ছা দেখাতে ‘দুই সপ্তাহ’ সময় দেওয়া হয়েছে, নইলে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হবে। এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
এক সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, ‘দুই সপ্তাহের’ মধ্যে আমেরিকার বাণিজ্য অংশীদারদের কাছে নতুন ট্যারিফ কাঠামোর চিঠি পাঠানো হবে।
এর আগেও মে মাসে ঠিক একই রকম ‘দুই থেকে তিন সপ্তাহ’-এর মধ্যে আমদানি শুল্কের ঘোষণা দেওয়ার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি।
২০২০ সালে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘দুই সপ্তাহের’ মধ্যে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পরিকল্পনা প্রকাশ করা হবে—কিন্তু তা কোনোদিনই প্রকাশ পায়নি।
ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে পরিকাঠামো উন্নয়ন, করনীতি, এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার মতো বহু ইস্যুতে এমন সময়সীমা দিয়েছিলেন।
যদিও কিছু সিদ্ধান্ত তিনি বাস্তবেও নিয়েছেন, অতীত বলছে—‘দুই সপ্তাহ’ ট্রাম্পের কাছে সবসময়ই শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার, বাস্তব কোনো সময়সূচি নয়।