বিয়ে করছেন তানহা

টাইমস রিপোর্ট
1 Min Read
তানহা মৌমাছি। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের নায়িকা তানহা মৌমাছি। পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তার ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গণমাধ্যমকে এমনটিই জানিয়েছে।

তানহার বরের নাম রেহান খান রাজীব। তিনি শিল্পীপতি বাবার একমাত্র সন্তান। ২৪ মে দুই পরিবারের সদস্যরা মিলে তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসেই রাজধানীর কোন পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন  হবে।

নিজের বিয়ে নিয়ে তানহা বলেন, ‘পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তানহা মৌমাছি। ছবি: সংগৃহীত

২০১৪ সালে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘কি দারুণ দেখতে’-এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক তানহার। এরপর তিনি অভিনয় করেছেন ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায়।

তানহা মৌমাছি অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবরের ‘আয়না’ ও রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটিতেই তার বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *