সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি’র পক্ষ থেকে গণমাধ্যমকেন এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, ‘তাকে (শামসুল ইসলাম) মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আজই তাকে আদালতে তোলা হবে।’
টেকনোক্র্যাট হিসেবে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জুলাই ২০২১ সালে যুক্ত হয়েছিলেন।
এরআগে পেশাগত জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিব্যবসা ও বিপণন বিভাগে দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনায় যুক্ত ছিলেন। দীর্ঘ ৩৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা শেষে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন এবং ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
শামসুল আলম ১৯৭৩ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি, ১৯৮৩ সালে ব্যাংককের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ অর্থনীতি এবং ইংল্যান্ডের নিউ ক্যাসেল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।