আইবি ওভারসীজ চ্যাপ্টার অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

টাইমস রিপোর্ট
1 Min Read
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইবি) ওভারসীজ চ্যাপ্টার, অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সাম্প্রতিক এক সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন এ নতুন কমিটি গঠন করা হয়।

অস্ট্রেলিয়া চ্যাপ্টারের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি ১৫ সদস্যের। চেয়ারম্যান করা হয়েছে প্রকৌশলী আব্দুস শুকুর খানকে। এছাড়া, ভাইস-চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রকৌশলী জায়েদুর রহমান এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকৌশলী মশিউর রহমান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ডিসেম্বরে গঠনতন্ত্র অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠন করা হবে। এ বিষয়ে সময়মতো বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

আইবি বাংলাদেশের প্রকৌশলীদের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। যার মূল উদ্দেশ্য প্রকৌশল পেশার মানোন্নয়ন ও পেশাজীবীদের ঐক্য রক্ষা। এই সংগঠনের সদস্য হতে একজন প্রকৌশলীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট অর্জনের পর কমপক্ষে তিন বছর পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে হয়।

আইবি’র কেন্দ্রীয় কমিটি পাশাপাশি রয়েছে দেশব্যাপী জেলা সেন্টার এবং আন্তর্জাতিক পরিসরে ওভারসীজ চ্যাপ্টার। যেখানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীরা সংগঠিত হন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *