বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন। তিনি বলেন, ‘সিন্ডিকেট করে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা এখন কমে এসেছে। গত রমজানে যার ফলাফল দেশবাসী দেখেছে।’
বুধবার বিকালে ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় রাজধানীর টিসিবি কার্যালয়ের মিলনায়তনে এই সভার আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে পারলে দুর্বৃত্তায়ন কমে যাবে। পণ্যের মূল্য মানুষের নাগালে রাখতে মূল্যস্ফীতি কমাতে চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এমনকি রাজস্ব নীতি পরবর্তন করতে হলে, তাও করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ‘খাদ্য নিয়ে যারা দুর্নীতি করে, তাদের জন্য বড় শাস্তির ব্যবস্থা রাখতে হবে।’
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরর মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, ‘বিচার চাওয়ার আগে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জানাতে হবে, ভোক্তা অধিকার আইনের এই ধারাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই ধারাটি বাতিল হওয়া উচিত।’
এ ছাড়া আলোচনা সভায় আরও অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্যাবের প্রতিনিধিরা। জেলা শহরগুলোতে ভোক্তা অধিদপ্তরের জনবল বাড়ানোর দাবি জানান তারা।
ওষুধের প্যাকেটসহ সব ধরনের নিত্যপণ্যের ওপর উৎপাদনের তারিখ, মেয়াদোর্ত্তীণের তারিখ এবং মূল্য বড় করে উল্লেখ করার দাবি জানিয়েছেন আলোচকরা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর চৌধুরী, ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যাডভাইজার আনিসুল হক চৌধুরীসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।