ইউটিউবে ‘কেনা জামাই’

টাইমস রিপোর্ট
1 Min Read
‘কেনা জামাই’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

যৌতুক প্রথার বিরুদ্ধে কৌতুকের সংমিশ্রণে নির্মিত নাটক ‘কেনা জামাই’। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ, পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। হাস্যরসাত্মক কাহিনির এ নাটকটি দেখা যাচ্ছে ‘রূপকথার রঙ’ ইউটিউব চ্যানেলে।

ইশতিয়াক তন্ময়ের প্রযোজনায় ‘কেনা জামাই’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় শিল্পী। প্রধান দুটি চরিত্রে রয়েছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। আরও আছেন শেলি আহসান, আমরান হাশও, ফেয়ারারি অমিথ, আমরান হোসেন (ইমরান হাসো), তাবাসসুম মারিয়া, সুচনা শিকদার, রুহুল আমিন, আল-আমিন জমাদ্দার, মো. জামিল হোসেন, তুহিন খানসহ অনেকে।

‘কেনা জামাই’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

 

নাটকটির পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘এই নাটকের কাহিনিতে হাস্যরসের পাশাপাশি সমাজের কিছু প্রচলিত খারাপ বিষয়কে তুলে ধরেছি। যৌতুক প্রথা যে একটি অভিশাপ সেই বিষয়ে বার্তা দেয়া হয়েছে। অনেকে বিদেশে যাওয়ার চেষ্টায় দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হন, সেই বিষয়টিকেও আমরা তুলে ধরেছি নাটকে, যেন সবাই সচেতন হতে পারেন।’

জামাই চরিত্রে অভিনয় করা রাশেদ সীমান্ত বলেন, ‘খুবই সুন্দর ভাবনার একটি গল্পের নাটক কেনা জামাই। বিনোদনের পাশাপাশি এতে ভাবনার খোরাক আছে।’

অহনা রহমান বলেন, ‘শিল্পীদের অনেক দায় নিয়ে কাজ করতে হয়, সে জায়গা থেকে নাটকটি আমাকে তৃপ্তি দিয়েছে। নাট্যকার খুব চমৎকার সংলাপ দিয়ে নাটকটিকে উপভোগ্য করেছেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *