‘পুশ ইন’ করা ২ ভারতীয়কে ফেরত, ফিরিয়ে নেওয়া হল ৬ বাংলাদেশিকে

টাইমস রিপোর্ট
2 Min Read
বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়। ছবি: ইউএনবি

ভারতে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে। অন্যদিকে, ভারত থেকে ‘পুশ ইন’ করা ভারতীয় দম্পতিকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়।

বিজিবি গণমাধ্যমকে জানায়, বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শনিবার বাঘাডাঙ্গা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করার খবর জানায় । আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।

ওই ছয় বাংলাদেশির নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে সরবরাহ করে বিএসএফ। একই সঙ্গে তাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।

পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার বিকাল পৌনে ৫টার দিকে সীমান্তবর্তী ৬০/৮৫ নম্বর পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির প্রতিনিধি হিসেবে খোসালপুর বিওপির কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

অপরদিকে ঠাকুরগাঁওয়ের চাপশার সীমান্ত দিয়ে পুশইন করা ২৩ জনের মধ্যে চিহ্নিত এক ভারতীয় দম্পতিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ । সোমবার রাতে ওই দম্পতিকে হস্তান্তর করা হয়। গত ১৪ জুন তাদের পুশ ইন করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

দু’জন হলেন ভারতীয় দম্পতি ফজের মণ্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মণ্ডল (১৯)। তারা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনার বাসিন্দা।

এর আগে, ওই দম্পতিকে ফেরত দিতে সোমবার সন্ধ্যায় বিএসএফের ৮৭ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি।

বিজিবি জানায়, গত ১৪ জুন ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার বিওপির সীমান্ত পিলার ৩৪৭/১-এস দিয়ে ২৩ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবির ৪২ ব্যাটালিয়ন।

এরপর আটক ২৩ জনের মধ্যে যাচাই-বাছাইয়ে ২১ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *