মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার প্রসিকিউশন জানায়, পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি এবং ধারণা করা হচ্ছে তারা দেশের বাইরে। ফলে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়।
এ মামলায় পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়া হয়। ১ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদের অবস্থান সম্পর্কে জানতে আদালত ১৬ জুন দিন ধার্য করেছিল। এদিন মামলার আরেক আসামি ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আদালতে হাজির করা হয়।
প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আসামিদের ঠিকানায় গিয়ে পুলিশ তাদের পায়নি। এখন নিয়ম অনুযায়ী বাংলা ও ইংরেজি দুই দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে তাদের এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হবে।
পরবর্তী আদেশের জন্য ২৪ জুন তারিখ ধার্য করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে পলাতক ঘোষণা করে বিচার শুরু হবে।
এই মামলার তদন্ত শেষে শেখ হাসিনাকে ‘জুলাই-আগস্ট দমন-পীড়নের মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচারের আওতায় আনতে আইন সংশোধন করেছে।