২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন অন্তর্বর্তী সরকার বিরোধী মিছিলে স্লোগান দেওয়ায় পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের আরো দুইজনকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন, কলাবাগান থানা আওয়ামী লীগের কর্মী মামুন হাসান ও মো. মহিউদ্দিন।
বৃহস্পতিবার তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক আজিজুল হক ভূইয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারনায় অংশগ্রহণ করে। আসামীরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার নিমিত্তে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাবাক কর্মকান্ডের পরিকল্পনায় লিপ্ত ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করে।