সীমান্তে গোপালগঞ্জ আ.লীগ নেতা গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
2 Min Read
বেনাপোল চেকপোস্টে আটক গোপালগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদক। ছবি: ইউএনবি
Highlights
  • মঙ্গলবার দুপুরে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম. সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার স্ত্রী সঙ্গে থাকলেও তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার দুপুরে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর থানার বিনাপানি গার্লস স্কুল রোডের প্রয়াত মইনদ্দিনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিনি তার পরিবার নিয়ে ভারতে যাওয়ার সময় পাসপোর্ট জমা দেন। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরবর্তীতে, তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ি থানায় দুটি পৃথক মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ‘ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম. সাহাবউদ্দিন আজম বেনাপোল দিয়ে ভারতে যেতে পারে। সেই মোতাবেক সকল অফিসারদের সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ি থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।’

তিনি আরও জানান, তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *