কানাডায় নৌ দুর্ঘটনায় নিহত বৈমানিক সাইফুজ্জামানের মরদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সাইফুজ্জামান বিমানের বোয়িং-৭৮৭ এর বৈমানিক ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুর্ঘটনায় বৈমানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
কানাডার স্থানীয় সময় রোববার সাইফুজ্জামান ও বিজিএমইএ-এর সাবেক নেতা আব্দুল্লাহ হিল রকিব সপরিবারে টরেন্টো থেকে ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেকের পাড়ে বেড়াতে যান। সাইফুজ্জামান, তার ছেলে ও রাকিব একটি ছোট ডিঙ্গি নৌকায় লেকে নৌ ভ্রমণে গেলে বাতাসে নৌকাটি উল্টে যায়। বিকাল ৩টার দিকে ওই দুর্ঘটনায় ছেলেটি সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকি দুজন ডুবে মারা যান। পরে পুলিশ ও উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করে।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত বৈমানিক সাইফুজ্জামানের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার মরদেহ দেশে আনার জন্য বিমানের টরেন্টো অফিস কানাডার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’ করছে।
বিজ্ঞপ্তিতে নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।