ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সারিকা সাবরিন স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’ ম্যাগাজিন অনুষ্ঠানটি দম্পতি হিসেবে উপস্থাপনা করেছেন তারা। এর রকমারি আয়োজন উপস্থাপন করা হয়েছে নাটকীয়ভাবে। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপনের ফাঁকে ফাঁকে থাকছে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন। তাদের গৃহ-সহকারীর চরিত্রে থাকছেন অভিনেত্রী শিউলী শিলা।
এবারের ‘পাঁচফোড়ন অনুষ্ঠানে গান রয়েছে তিনটি। এরমধ্যে দুটি মিষ্টি প্রেমের ও একটি ফোক। একটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন সাব্বির জামান। তার সঙ্গে এটি গেয়েছেন সিঁথি সাহা। এর কথা লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। ঢাকার একটি মনোরম লোকেশনে গানটির শুটিং হয়েছে।

আরেকটি দ্বৈত গানের সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। তার সঙ্গে এটি গেয়েছেন সানিয়া সুলতানা লিজা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির শুটিং হয়েছে মোগল আমলের চমৎকার নিদর্শন ঐতিহাসিক লালবাগ কেল্লার অভ্যন্তরে।

লোকসংগীত শিল্পী কিরণ চন্দ্র রায় গেয়েছেন একটি ফোক গান। এটি লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজনে মেহেদী।

আংটি, ঘড়ি, মোবাইল ফোনসহ বিভিন্ন বস্তুতে কিশোরগঞ্জের খোদাই শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম খোদাই করার দক্ষতা ও সুপারি পাতার খোলে তৈরি পরিবেশবান্ধব বাসনপত্র নিয়ে রয়েছে পৃথক দুটি প্রতিবেদন। এছাড়া থাকছে কোরবানি ঈদকেন্দ্রিক ব্যাঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক কিছু নাট্যাংশ। এগুলোতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, আনোয়ার শাহী, আশরাফুল আলম সোহাগ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বিণয় ভদ্র, সুজাত শিমুল, সঞ্জীব আহমেদ, শাওন মজুমদার, সুচনা শিকদার, সুবর্ণা মজুমদার, সিয়াম নাসির, জাহিদ চৌধুরী, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, সোহাগ আনসারী, আলভী, সেঁজুতি।

ঈদুল আজহার বিশেষ ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে উপস্থাপক হানিফ সংকেতের নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় ঈদের পরদিন রোববার রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।