জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার মুসুল্লি।
শনিবার সকালে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় মসজিদের প্রধান প্রাঙ্গণে, শুরু হয় সকাল ৭টায়। জামাতে ইমামতি করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী।

নামাজে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মসজিদমুখী হন। নামাজ শুরুর আগেই, পৌনে ৭টার মধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিদের অনেকে ছাদ ও আশপাশের সড়কেও অবস্থান নেন।
নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত, যেখানে সবাই হাত তুলে দেশের শান্তি-কল্যাণের পাশাপাশি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় দোয়া করেন। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। এই আয়োজনকে ঘিরে মসজিদ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা।