শেষ মুহূর্তে জমেছে হাট, ছোট গরুর বিক্রি বেশি

টাইমস রিপোর্ট
3 Min Read
গাবতলীর কোরবানির হাটে বিক্রি হওয়া ‘বিদ্রোহী’। ছবি: অনিক রহমান/টাইমস
Highlights
  • ‘ক্রেতা বিক্রেতা দামাদামি করে পশু কিনছেন। কোন সমস্যা নেই। তবে বড় গরুর চাহিদা কম হওয়ায় বিক্রেতারা উদ্বিগ্ন।’

রাজধানীসহ সারাদেশের কোরবানীর পশুর হাটে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা। সাধ ও সাধ্যের সমন্বয় করে চলছে বেচাকেনা। বৃহস্পতিবার রাতেই ব্যাপক পশু বিক্রি হয়েছে বিভিন্ন হাটে। শনিবার  রাতে ও ঈদের দিন ভোররাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার দর কষাকষিতে আরও জমে উঠবে হাট, এমনটাই প্রত্যাশা ব্যাপারীদের।

শুক্রবার দিনভর হাটগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। বিরামহীনভাবে চলেছে কেনাবেচাও। ছোট ও মাঝারি মাপের গরুর ব্যাপক চাহিদা দেখা গেছে।

গাবতলীর কোরবানির হাটে সাধ ও সাধ্যের সমন্বয় করে চলছে বেচাকেনা। ছবি: অনিক রহমান/টাইমস

তবে পশুর ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। আর ক্রেতাদের দাবি, বেশি দাম হাঁকিয়ে পশু ছাড়তে চাইছেন না বিক্রেতারাই। এরমধ্যেই দর কষাকষিতে মিললেই পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা।

ঢাকা দক্ষিণের দনিয়া থেকে শুরু করে উত্তরের গাবতলী, দিয়াবাড়ী প্রতিটি হাটই এখন মানুষের উপচে পড়া ভিড়ে মুখরিত। শুক্রবার ভোর থেকেই ক্রেতারা হাটে হাটে ঘুরে পশুর দাম-দর কষাকষি করছেন এবং পছন্দসই পশু কিনে বাড়ি ফিরছেন। অনেকেই রাত জেগে হাটে বসে থাকার পর ভোরে পশু নিয়ে বাসায় ফিরছেন। রাখাল দিয়ে হাঁটিয়ে এবং অনেকে ট্রাকে করে গরু নিয়ে ফিরছেন বাড়ি।

গাবতলীর হাটের এক ইজারা কার্যক্রম পরিচালনা করছেন বিএনপি নেতা সৈয়দ এ সিদ্দিক সাজু। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের পর থেকে বেচাকেনা পুরোদমে বেড়েছে । সকালে মানুষের সংখ্যা আরো বেড়েছে। ক্রেতা বিক্রেতা দামাদামি করে পশু কিনছেন। কোন সমস্যা নেই। তবে বড় গরুর চাহিদা কম হওয়ায় বিক্রেতারা উদ্বিগ্ন। শুক্রবার রাতভর বিক্রির পাশাপাশি শনিবার ঈদের দিন সকালেও হাটে পশু বেচাকেনা হবে বলে জানান তিনি।

শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর গাবতলীর কোরবানির হাট। ছবি: অনিক রহমান/টাইমস

গাবতলী হাটের গরুর ব্যাপারী রমজান আলী ২০ টি গরু এনেছেন ফরিদপুর থেকে। ১১ টি বিক্রি হয়েছে আজ বাকিগুলো বিক্রি হবে বলে আশা করেন তিনি। দাম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রমজান আলী।

বাবার সঙ্গে গাবতলী পশুর হাটে গরু কিনতে যান মিরপুর মাজার রোডের বাসিন্দা কলেজ ছাত্র খন্দকার শাফিউজ্জামান। কয়েক বছর ধরে হাটে যান তিনি । তার দাবি, এবার মাঝারি গরুর দাম একটু বেশি।

কচুক্ষেত হাটে গরু কিনে সন্তোষ প্রকাশ করেছেন চাকরিজীবী রবিউল ইসলাম। উত্তরা দিয়াবাড়ি হাট থেকে ছাগল কিনে খুশি গাড়িচালক সোহেল রানা।

এবার রাজধানীর ২১ স্থানে অস্থায়ী কোরবানী পশুর হাট বসেছে। গাবতলী ও সারুলিয়া আছে দুটি স্থায়ী হাট। হাটে মিলছে নানা জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। দেখা মিলছে উট-দুম্বারও।

ঢাকার উপকষ্ঠে সাভার পৌরসভার গেন্ডা মহল্লার একমাত্র পশুর হাটে বৃহস্পতিবার ভোর রাত পাঁচটায় গরু শূন্য হয়ে গেছে। ক্রেতারা গাবতলীসহ আশপাশে হাটে ছুটছেন গরু ছাগলের জন্য। গরুর হাট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন স্থান থেকে গরু আনার জন্য চেষ্টা করছেন বলে জানা গেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *