জমেছে কোরবানির হাট, বৃষ্টিতে বিপত্তি

টাইমস রিপোর্ট
4 Min Read
শেষ মুহূর্তে জমে উঠেছে রাজ.নীর গাবতলীর কোরবানির হাট। ছবি: অনিক রহমান/টাইমস
Highlights
  • ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী ১৯টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণে নয়টি। এছাড়া দুই সিটিতে রয়েছে স্থায়ী দুটি পশুর হাট।

 

ব্যাপারী, ফড়িয়া আর ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম রাজধানীর কোববানির হাট। শেষ সময়ে পশুর হাটগুলোতে বুধবার রাত থেকে বেড়েছে বেচাকেনা। গরু পালনকারী কৃষক ও ব্যাপারীরা বেশি দাম হাঁকলেও চলছে দরদাম। গত দুই দিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে পশুর দাম কমাতে রাজী নন বেপারীরা। ক্রেতারা জানিয়েছেন লাখ টাকার নিচে গরু নেই। আর লাখ টাকার নিচের গরুগুলো ছোট আকৃতির।

নগরীর কচুক্ষেত, মিরপুরের ইস্টার্ন হাউজিং, উত্তরা দিয়াবাড়ী, ক্যান্টনমেন্ট এলাকা ও লালবাগের পোস্তা এলাকার অস্থায়ী কুরবানীর হাটে এ দিন সকাল থেকে কোরবানির পশু বেচাকেনা বাড়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে প্রায় সব হাটই কর্দমাক্ত। সকাল থেকে বৃষ্টি হওয়ায় গাবতলী হাটে বিক্রেতা-ক্রেতার সংখ্যা ছিল কিছুটা কম । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকে কিনছেন খামার থেকে আসা গরু।

গাবতলী হাটে গরু কিনতে আসা লালমাটিয়ার জহুরুল ইসলাম জানান, মাঝারি ও ছোট গরুর দাম অনেক বেশি, তুলনামূলকভাবে বড় গরুর দাম কম। বসিলা থেকে আসা খাইরুল ইসলাম জানান, খাসি কিনতে এসেছেন । দাম বেশি মনে হচ্ছে গতবারের চেয়ে।

বাংলাদেশ গবাদিপশু ব্যবসায়ী সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, এবার হাটে প্রচুর গরু কুরবানীর জন্য বিক্রির উদ্দেশে এনেছেন বেপারীরা। এবার বড় গরুর সংখ্যা কম। হাটগুলোতে প্রচুর ছোট ও মাঝারি ধরনের গরু আছে। কুরবানীর জন্য দেশি গরু পর্যাপ্ত রয়েছে বলে দাবি করেন মুজিবুর রহমান। তবে, একাধিক ক্রেতা জানিয়েছেন, হাটে অনেক গরু থাকলেও লাখের নিচে গরুর দাম ছাড়তে চান না বেপারীরা। বিভিন্ন হাট ঘুরে সাধ্যের মধ্যে কোরবানীর পশু ক্রয়ের চেষ্টা করছেন তারা। এছাড়া, হাটগুলোতে অন্যবারের চেয়ে এবার ছাগল ও ভেড়ার উপস্থিতি কম দেখা গেছে।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী ১৯টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণে নয়টি। এছাড়া দুই সিটিতে রয়েছে স্থায়ী দুটি পশুর হাট।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পশুর হাটগুলো হলো- গাবতলীর হাট, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গার হাট, তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খালি জায়গার হাট, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউ বাজারের খালি জায়গার হাট, মিরপুর-৬ নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার হাট, মোহাম্মদপুর এলাকার বছিলা ৪০ ফুট সড়কসংলগ্ন খালি জায়গায় হাট, উত্তরা-১০ নম্বর সেক্টরসংলগ্ন রানাভোলা অ্যাভিনিউ খালি জায়গার হাট, ভাটারা সুতিভোলা খালের পাশে খালি জায়গার হাট, খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় হাট, কাচকুড়া বাজার-সংলগ্ন রহমাননগর হাট, মেরুল বাড্ডা কাঁচাবাজার হাট এবং রামপুরার পূর্ব হাজিপাড়ার ইকরা মাদ্রাসার খালি জায়গায় হাট, মিরপুরের কালশী বালুর মাঠের খালি জায়গার হাট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার পশুর হাটগুলো হলো- সারুলিয়ার হাট, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় হাট, ডেমরার আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায় হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায় হাট, দনিয়া ক্লাবের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদ্রাসার পশ্চিমের খালি জায়গায় হাট, লালবাগের পোস্তা এলাকায় রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায় হাট এবং হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গায় হাট, নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন খালি জায়গার হাট।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *