রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় ‘বলাকা পরিবহনের’ বাসের চালক মো.জামাল আহমেদ টিপুকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে ওই বাস জব্দের পাশাপাশি চালককে আটক করে শাজাহানপুর থানা পুলিশ।
এরআগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে ডিউটিতে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মতিঝিল-গাজীপুর রুটে চলাচলকারী ‘বলাকা পরিবহনের’ একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান এসআই কামরুল।
শাজাহানপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল বিষয়টি টাইমস অব বাংলাদেশকে জানান, জব্দকৃত বাস এবং ওই বাসের চালক মো. জামাল আহমেদ টিপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, নিহত এসআই কামরুলের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলা নাগরায়।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।