বাজেট ২০২৫-২৬: দাম কমতে পারে যেসব পণ্যের

টাইমস রিপোর্ট
2 Min Read
টেলিভিশনে বাজেট ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন আগ্রহীরা। ছবি: টাইমস

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। যার প্রভাবে সেসব পণ্যের দাম কমতে পারে।

সোমবার তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন। বিকেল তিনটায় বাজেট বক্তৃতা পাঠ করা শুরু করে ২৩ মিনিটের মাথায় শেষ করেন।

সাধারণত বাজেটে যেসব শুল্ক প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে শুল্ক কমলে দাম কমতে পারে। সাধারণত শুল্ক বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে। কমানোর প্রভাব পড়তে দেরি হয়।

চিনি: পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হবে।

স্যানিটারি ন্যাপকিন: বাজেটে স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এর দাম কমতে পারে।

তরল দুধ: এবারের বাজেটে প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এ জাতীয় পণ্যের দাম কমতে পারে।

কলম: প্রস্তাবিত বাজেটে বলপয়েন্ট পেন বা কমলেও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এ জাতীয় পণ্যের দাম কমতে পারে।

বিদেশি মাছ ও মাংস: উত্থাপিত বাজেটে সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। স্যামন, টুনা ইত্যাদি মাছের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। ফলে এ জাতীয় পণ্যেরও দাম কমতে পারে।

আইসক্রিম: বিগত কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমতে পারে।

কম্পিউটার মনিটর: বাজেটে ২২ ইঞ্চির বদলে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেকটিভ মনিটর এ তালিকায় ঢোকানো হয়েছে। সব মিলিয়ে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়া যেতে পারে।

বাটার: বাটার আমদানিতে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে।

বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র: বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। ফলে আমদানি করা প্লাস্টিকের তৈজসপত্রের দাম কিছুটা কমতে পারে।

বিদেশি পোশাক: বাজেটে পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের ওপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে। ফলে দাম কমতে পারে।

বিদেশি জুতা: প্রস্তাবিত বাজেটে বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে। ফলে দাম কমতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *