৯ লাখের বেশি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি ইসির

টাইমস রিপোর্ট
1 Min Read
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: ইউএনবি
Highlights
  • ‘যত দ্রুত আবেদন নিষ্পত্তি হচ্ছে, তত দ্রুত হয়রানি ও ভোগান্তির অভিযোগও কমছে।’

নির্বাচন কমিশন (ইসি) গত ছয় মাসে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ৯ লাখেরও বেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে।

তিনি বলেন, ‘ক্র্যাশ প্রোগ্রামের আওতায় গত ছয় মাসে আমরা ৯ লাখ সাত হাজার ৬৬২টি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছি।’

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ক্র্যাশ প্রোগ্রামের অগ্রগতির কথা উল্লেখ করে ইসি সচিব আরও বলেন, ‘বর্তমানে মাত্র ৭৬ হাজার ৬৯৪টি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এনআইডি সেবা সংক্রান্ত জনগণের ভোগান্তি কমেছে।’

তিনি বলেন, ‘চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত মোট ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি এনআইডি সংশোধনের আবেদন জমা ছিল। এরপর জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ৬ লাখ ৫ হাজার ৫২০টি নতুন আবেদন জমা পড়ে।‘

এই ছয় মাসে মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি নিষ্পত্তি হয়েছে এবং ৭৬ হাজার ৬৯৪টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। খবর ইউএনবির।

ইসি সচিব বলেন, ‘যত দ্রুত আবেদন নিষ্পত্তি হচ্ছে, তত দ্রুত হয়রানি ও ভোগান্তির অভিযোগও কমছে।’

২০২০ সাল থেকে এ পর্যন্ত ইসিতে মোট ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি সংশোধনের আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৫৪ লাখ ৩৯ হাজার ৪২০টি এরমধ্যেই নিষ্পত্তি হয়েছে, যোগ করেন ইসি সচিব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *