২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা প্রতিষ্ঠানটির ৫৫ বছরের ইতিহাসে একটি নজির স্থাপন করেছে।
সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি রেকর্ড গড়েছে। এর আগে, ২০২১-২২ অর্থবছরে বিমানের মুনাফা ছিল ৪৪০ কোটি টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ ছিল।
বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রী এবং গ্রাহকদের আস্থা ও সমর্থনই তাদের জন্য এ সাফল্য এনে দিয়েছে। দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল এবং যাত্রীসেবার ধারাবাহিক উন্নতি এ অর্জনের মূল কারণ।
১৯৭২ সালে মাত্র এক কোটি ৯০ লাখ টাকার আয় নিয়ে যাত্রা শুরু করা বিমান আজকের দিনেও আধুনিক এবং প্রতিযোগিতামূলক একটি এয়ারলাইন্সে পরিণত হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় ছিল ১১ হাজার ৬৩১ কোটি ৩৭ লাখ টাকা। এটি বিমানকে প্রথমবারের মতো ১০ হাজার কোটি টাকা আয়কারী প্রতিষ্ঠানে পরিণত করেছে।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, বিমানের পুঞ্জীভূত মুনাফা ৫৮৯ কোটি টাকা হলেও, গত অর্থবছরের মুনাফা হিসাবেও লোকসান বাদ দিয়ে হিসাব করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ছিল ২১টি উড়োজাহাজ, যার মধ্যে ১৯টি বিমান নিজস্ব মালিকানাধীন। কোম্পানির শক্তিশালী রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং দক্ষতা সাশ্রয়ে সাহায্য করেছে।
বিমান আরও জানিয়েছে, আগামীতে নতুন গন্তব্যে রুট সম্প্রসারণ, ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণের পরিকল্পনা রয়েছে।