৫৬ বন্দির সাজা মওকুফ

টাইমস রিপোর্ট
1 Min Read

কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

কারা সূত্র জানায়, এই ৫৬ জন বন্দি দীর্ঘ ২০ বছর ধরে কারাগারে রয়েছেন। তাদের যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করেছে সরকার।

মঙ্গলবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলে, ‘কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে কারাবিধি ৫৬৯ মোতাবেক ও ফৌজদারি কার্যবিধির প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার।’

তবে সাজা মওকুফ হওয়া ৫৬ জন বন্দির নাম-পরিচয় প্রকাশ করেনি কারা অধিদপ্তর।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *