শুরুটা হয়েছিল চমকপ্রদ। পরে অবশ্য গতি শ্লথ হয়ে আসে। তবে ধীরে ধীরে সফলতার সিঁড়িতে পৌঁছে গেছে লোকেস কানাগরাজের ‘কুলি’। ছবিটির বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ৫০০ কোটি রুপি। এখন এটি তামিলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আয়কৃত ছবি। প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে ‘২.০’ (৭২৩ কোটি), ‘জেলার’ (৬১০ কোটি) ও ‘লিও’ (৬০৫) কোটি।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ১৪ দিনে ‘কুলি’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ৩১৩.১৫ কোটি রুপি (গ্রস), বিদেশে যা আয় করেছে ১৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৮৮.১৫ কোটি রুপি।
পিঙ্কভিলার তথ্য অনুসারে, রজনীকান্তের ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি। মুক্তির আগেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।