নানা কারণে মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়ায় দেশে প্রতিবছর শিশু মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ‘বাংলাদেশে জন্ম নেওয়া নবজাতকের ৫৫ শতাংশ মাতৃদুগ্ধ পান করতে পারলেও বঞ্চিত হচ্ছে বাকি ৪৫ শতাংশ। এর ফলে প্রতিবছর শিশু মৃত্যুর হার বাড়ছে।’
সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেণ, ‘মাতৃদুগ্ধকে শিশুর মৌলিক অধিকার। বর্তমানে বাংলাদেশে ৫৫ শতাংশ শিশু মাতৃদুগ্ধ পাচ্ছে। আগে এই হার বেশি ছিল, এখন কমে গেছে। কিন্তু কেন কমছে? আমরা শিশুদের অধিকার থেকে বঞ্চিত করছি।’
আগামী বছর মাতৃদুগ্ধ পানকারী শিশুর হার ৬০ শতাংশে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘চিকিৎসকদের প্রতি অনুরোধ, বাজারজাত গুড়াদুধ খাওয়াতে প্রেসক্রাইব করবেন না। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার চালু করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু জাফর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব ডা. সাইদুর রহমান।