রমজান ও ঈদুল ফিতরসহ টানা ৪০ দিনের ছুটির পর বুধবার (৯ এপ্রিল) থেকে খুলছে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরছে প্রাণচাঞ্চল্য; মুখরিত হবে শ্রেণিকক্ষ, বাজবে পাঠদানের ঘণ্টা।
২০২৫ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এই দীর্ঘ ছুটি পূর্বনির্ধারিত ছিল। শিক্ষা মন্ত্রণালয় গত বছরের ২৩ ডিসেম্বর যে শিক্ষাবর্ষ ঘোষণা করে, তাতে রমজান, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে দেওয়া হয়।
সবশেষ ২৭ ফেব্রুয়ারি ক্লাস হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এরপর থেকেই শুরু সাপ্তাহিক ছুটিসহ মোট ৪০ দিনের টানা ছুটি।
দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে জমেছে ধুলো-ময়লা। এরইমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। বাকি দু-একদিনে সব ক্লাসরুমকে প্রস্তুত করার উদ্যোগ চলছে পুরোদমে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জানিয়েছে, ৯ এপ্রিল থেকে পুরোদমে শুরু হবে ক্লাস। যেসব শিক্ষার্থী এখনো নতুন বই পায়নি, তাদের হাতে বই তুলে দেওয়া হবে। দীর্ঘ ছুটির কারণে যে পাঠ ঘাটতি হয়েছে, তা পূরণে শিক্ষকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র হয়েছে, সেগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেবে মাউশি। পরীক্ষার দিন ক্লাস বন্ধ থাকলেও, সকালে পরীক্ষা শেষে বিকেলে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।