শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে থাকা তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পুলিশকে অনুরোধ জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এসব মালিক একাধিক মামলার আসামি। পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে ইন্টারপোল হেডকোয়ার্টার্সে ওই তিনজনের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধের পত্র পাঠানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়ের করা বিভিন্ন মামলার সূত্রে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) আলী হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক সোমবার জানান, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ এবং ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, ও রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য ইন্টারপোল সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিরুদ্ধে শ্রম অধিকার লঙ্ঘন এবং সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে।