আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আগাম টিকিট বিক্রি কার্যক্রম চলছে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে ঈদযাত্রার চতুর্থ দিন, অর্থাৎ ৩ জুনের ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে কেনা যাচ্ছে।
বরাবরের মতো এবারো যাত্রীদের ভোগান্তি হ্রাস ও কালোবাজারি বন্ধে ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
রেলওয়ে বলছে, এবারের ঈদে শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ট্রেনের মোট ৩৩ হাজার ৩১৫টি আসনের টিকিট বিক্রি করা হচ্ছে।
এরই মধ্যে ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত তিন দিনের টিকিট বিক্রি শেষ হয়েছে। ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে।
এছাড়া ঈদের আগের সাত দিনের ট্রেন টিকিট অগ্রিম বিক্রির বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। প্রতিজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারছেন।
অগ্রিম টিকিট কেনার নিয়ম ও বিক্রির সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশ রেলওয়ের অনলাইন সাইট ও মোবাইল অ্যাপে জানা সম্ভব।