তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন ঘটেছিল আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানকারীরা সরকার পতনের আগ পর্যন্ত জুলাই মাস শেষ হতে দেননি, তাই ৫ আগস্টকে তারা বলেন ৩৬ জুলাই।
সরকার পতনের এক বছর পূর্তিতে সেই দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন করতে যাচ্ছে সরকার। আর এই আয়োজনে যোগ দিতে দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই আয়োজনে যোগ দিতে দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শুরুতেই থাকবে টং এর গান। তারপর পরিবেশনায় থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী। একক পরিবেশনায় থাকবেন শিল্পী সায়ান, এলিটা করিম, ইথুন বাবু, পারশা, মৌসুমি, নাহিদ, তাশফি এবং সেজান। আর দলীয় পরিবেশনা নিয়ে থাকবে চিটাগং হিপহপ হুড, শূন্য, সোলস, এফ মাইনর, ওয়ারফেজ, আর্টসেল এবং বেসিক গিটার লারনিং স্কুল।
অনুষ্ঠানের মাঝে দুপুর ২টা ২৫ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হবে। আর সন্ধ্যায় থাকবে বিশেষ ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি?’
এ ছাড়া মানিক মিয়া এভিনিউ জুড়ে দিনভর থাকবে নানা আয়োজন।
এদিকে একই দিন মানিক মিয়া এভিনিউ থেকেই বিকাল ৫টায় জাতির সামনে তুলে ধরা হবে ‘জুলাই ঘোষণাপত্র’।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৮ আগস্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যার মূল ম্যান্ডেট রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র।