২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭

টাইমস রিপোর্ট
1 Min Read

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুৃ হয়নি। এসময় নতুন করে সাতজন রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়, যার মধ্যে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়। এই সময়ের মধ্যে পাঁচজন করোনা থেকে সুস্থ হয়েছেন। ফলে, দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে।

এর আগে বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। শুক্রবারের নতুন করে দুইজনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০২ জনে। আর এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *