ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া শিক্ষত নিশি আক্তার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
রোববার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। এক মাসেরও বেশি সময় তিনি সেখানে ভর্তি ছিলেন।
দুপুরে ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম বলেন, ‘শিক্ষক নিশি আক্তারের শরীরে ২১ বার অস্ত্রোপচার করা হয়েছে। ক্ষতস্থানে চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। এরপর তাকে ছাড়পত্র দেওয়া হলো।’
এই চিকিৎসক জানান, ইনস্টিটিউটে বর্তমানে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ২১ জন রোগী ভর্তি আছে। যারা সবাই শিক্ষার্থী। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর।
বাড়ি ফেরার আগে ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ সবাইকে ধন্যবাদ জানান নিশি আক্তার। তিনি বলেন, ‘শুরু থেকেই সার্বক্ষণিক আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন সংশ্লিষ্টরা।’
গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসের ভয়াবহ এ সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু।