১৫ বছর পালিয়ে থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বেলায়েত হোসেন (৪৬) ও রেশমা আক্তার (৩৭)।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে যাত্রাবাড়ীর উত্তর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। ২০১০ সালে মুন্সিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছিল। সেই মামলার বিচার শেষে বিচারিক আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।