১০০ সংরক্ষিত আসনে একমত বেশিরভাগ দল: আলী রীয়াজ

টাইমস রিপোর্ট
2 Min Read
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
Highlights
  • ‘নারী আসন নিয়ে দুয়েকটি রাজনৈতিক দল বাদে কারও কোনো দ্বিমত নেই। তবে কোন পদ্ধতিতে সংরক্ষিত আসনে নারীরা সংসদে আসবেন সেটি নিয়ে আলোচনা চলছে।’

আগামী সংসদ নির্বাচনে ১০০ নারী সদস্যের সংরক্ষিত আসনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নারী আসন নিয়ে দুয়েকটি রাজনৈতিক দল বাদে কারও কোনো দ্বিমত নেই। তবে কোন পদ্ধতিতে সংরক্ষিত আসনে নারীরা সংসদে আসবেন সেটি নিয়ে আলোচনা চলছে।’

নারী আসনের পদ্ধতি নিয়ে সারাদিন আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। একদিনে এত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে সেটি আশা করাও ভুল। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে, যোগ করেন তিনি।

সংবিধানের ৭০নং অনুচ্ছেদে প্রায় সবকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে। এ ব্যাপারে অর্থ বিল এবং আস্থা ভোট বাদে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রকাশে সবাই সম্মত বলে জানান আলী রিয়াজ।

সংসদের স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্ট, প্রিভিলেজ, ইস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির সভাপতি পদ বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সংখ্যানুপাতের ভিত্তিতে বিরোধী দলকে সুযোগ দেওয়ার প্রসঙ্গে সবাই একমত বলেও তিনি জানান।

প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে প্রায় সবকটি দল সংবিধান পরিবর্তনের পক্ষপাতী। তবে কোন প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ হবে সেই পদ্ধতিগত পরিবর্তন নিয়ে দ্বিমত আছে। এ ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।’

দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় অনেক দল নীতিগতভাবে এখনো একমত না উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন আছে। উচ্চকক্ষে ১০০ আসন দেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে দলগুলোর সঙ্গে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণ অধিকার পরিষদের পক্ষপাতের অভিযোগের ব্যাপারে আলী রিয়াজ বলেন, ‘যথাসম্ভব নিরপেক্ষ থেকে কমিশন সব রাজনৈতিক দল নিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে একমতে আসার চেষ্টা করছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *