নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বরে নৃশংসতা, আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচারসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এ সমাবেশ, চলবে বেলা ১টা পর্যন্ত।
মহাসমাবেশ থেকে নেতারা নারীবিষয়ক সংস্কার কমিশনের ‘কোরান-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল’, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, বিগত সরকারের আমলে করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যা’সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানান।
ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা এসে সেখানে জমায়েত হন।
এছাড়া মহাসমাবেশ সফল করতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব জেলা, উপজেলা থেকে লাখো মানুষ অংশ নিয়েছেন। শুধু চট্টগ্রাম থেকেই ৫০ হাজারেরর বেশি নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন বলে জানান দলের নেতারা।