বর্তমান সরকার দেশের সনাতন ধর্মালম্বীদের প্রতি আলাদা দৃষ্টিভঙ্গি পোষণ করছে এমন দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের এই দৃষ্টিভঙ্গিকে তিনি ঘৃণা করেন।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষে দলের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের ওপর চলমান নিপীড়ন-নির্যাতনের যে খবর দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার এবং সরকারি দল হিসেবে যারা পরিচিতি পেয়েছে, হিন্দুদের প্রতি তারা যে দৃষ্টি পোষণ করছে, সেই দৃষ্টিভঙ্গিকে আমি ঘৃণা জানাই।’
‘আমরা দেখছি হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আগেও তাদের ওপর অন্যায় হতো। তবে তখন তাদের একটা ভরসা ছিল যে, বিচার পাবে। কিন্তু এখন তারা সে আশাই করে না।’
জি এম কাদের বলেন, ‘আমি সবসময়ই একটা অসাম্প্রদায়িক সমাজ চেয়েছি, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। ধর্মের জন্য কোনো বৈষম্য হবে না।’
যে সমাজে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করে না, সে সমাজকে সভ্য সমাজ বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
সাধারণ মানুষের বিরুদ্ধে শত শত হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘অথচ যারা হরিলুট করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
নিজের বক্তব্যে শ্রীকৃষ্ণের জন্মের প্রসঙ্গ টানেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শিষ্টের পালন আর দুষ্টের দমনের জন্য। কিন্তু আমরা আজ দেখছি দুষ্টের পালন হচ্ছে আর শিষ্টের দমন হচ্ছে। আমরা দেখছি সাধারণ মানুষদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে। রাষ্ট্রীয় আইনজীবীরা তাদের জামিনে বাধা সৃষ্টি করছেন। আবার একইভাবে যারা বিভিন্ন খুনের সঙ্গে জড়িত, সেই চিহ্নিত অপরাধীদের জামিন দেওয়া হচ্ছে। এটা দুষ্টের পালন এবং শিষ্টের দমন।’
এসময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সংখ্যালঘু কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, ‘দেশভাগের পর থেকে শুরু করে এখন পর্যন্ত হিন্দুদের এদেশ থেকে চলে যাওয়া অব্যাহত রয়েছে, যেটাকে এক্সোডাস বলা যেতে পারে। আনুপাতিক হিসেব করলে দেখা যাবে দেশ থেকে সবচেয়ে কম গিয়েছে এরশাদ সাহেবের নয় বছরের শাসনামলে।’
দালাল বলে কিছু মানুষকে রাষ্ট্র থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা চলছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এই চেষ্টাকে আমাদের প্রতিহত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তুষার ঘোষ। জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।