হামজা চৌধুরী এসেছেন

admin
By admin
1 Min Read
বাংলাদেশের জাতীয় ফুটবল দলে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে খেলতে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। ইংলিশ ফুটবলের এই মিডফিল্ডার ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন। এজন্যই তার দেশে ফেরা।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোমবার পৌনে ১২টার দিকে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সিলেটে পৌঁছেই ভক্তদের বিপুল ভালোবাসায় সিক্ত হন হামজা চৌধুরী।
হামজাকে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন, কামরুল ইসলাম হিল্টন, গোলাম গাউস, ইকবাল হোসেন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মন্জুরুল করিম।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, “হামজা তার স্ত্রী, তিন সন্তান এবং মাকে সঙ্গে নিয়ে এসেছে। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যাবে তারা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবে। এরপর হামজা যোগ দেবে জাতীয় দলের ক্যাম্পে।”

আবেগতাড়িত হয়ে তিনি বলেন, “আজকের দিনটা আমার জন্য আনন্দের। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটির জন্য। ছেলে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলবে, একজন বাবা হিসেবে এর চেয়ে বড় গর্বের কিছু নেই।”

হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে এখন তিনি বাংলাদেশেরও নাগরিক। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডারের আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবেন। এজন্য তিনি ২০ মার্চ দলের সাথে শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *